ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসীর কাছ থেকে ১৫ লাখ টাকার সোনা-আইফোন লুট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৫৭ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে রাজধানীর বনানী কবরস্থান এলাকায় লন্ডনপ্রবাসীর পরিবার ছিনতাইকারীদের কবলে পড়ে। ডিবি পরিচয়ে ছিনতাইকারীরা প্রবাসীর পরিবারটির কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরের দিকে এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম

ছিনতাইয়ের কবলে পড়া পরিবারটির বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে।

ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তারা এখনো ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না।

আরও পড়ুন: ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।