ডিএসসিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নতুন কমিটি: আহ্বায়ক কিবরিয়া সদস্য সচিব ইমরান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ গোলাম কিবরিয়াকে আহ্বায়ক এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. ইমরান খানকে সংগঠনের সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির উপদেষ্টা মো. জহির আহমেদ ও মো. শাহ আলম ভূঁইয়ার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির এক সাধারণ সভায় সমিতির সদস্য প্রকৌশলীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, সদস্য (প্রচার ও প্রকাশনা) হরিদাস মল্লিক, সদস্য (অর্থ) মো. ছাব্বির হোসেন, সদস্য (দপ্তর) মো. মামুন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সৈয়দ শাফায়েত আলী, মো. আতিকুর রহমান।





