গভীর রাতে শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-স্লোগান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রেকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেছেন। তারা ৩ দফা দাবি পূরণের জন্য অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল করে প্রথমে শাহবাগে, পরে প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন হোটেলে পৌঁছান। এতে রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরও পড়ুন: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

আন্দোলনের মূল কারণ হলো ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যু। সম্প্রতি কোটা নিয়ে ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এক শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়।

বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি:

আরও পড়ুন: বিমানবন্দরের আগুন, ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

১. ৯ম গ্রেডে ৩৩% কোটা বাতিল করে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া।

২. ১০ম গ্রেডে ১০০% কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করা।

৩. বিএসসি ছাড়া কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।