ঢাকায় মহিলা আ.লীগ নেত্রী হাজেরা খাতুন গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজাদপুর আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: কিল-ঘুষি খেয়েও সন্দেহভাজনকে ধরলেন যুবদল নেতা

পরে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজেরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

আরও পড়ুন: ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি: রাজউক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত

হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।