মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় উড়ালপথের ওপর থেকে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: কর্পোরেট একাডেমির ২১তম ব্যাচের ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত

তেজগাঁও থানার ওসি মো. মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম আবুল কালাম। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড পড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিহত তরুণ ব্যাগ হাতে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী যন্ত্রাংশটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে। একই সঙ্গে যন্ত্রাংশটি পাশের একটি চপ-সিঙ্গারা দোকানের কাঁচ ভেঙে দুইজনকে আহত করে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ছিটকে পড়া এই বিয়ারিং প্যাডের ওজন ৪০-৫০ কেজির মতো।

আরও পড়ুন: রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় পুরো রুটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মূল্যায়নের পর পুনরায় চালু করা হবে।

এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকাতেও মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পুরো লাইন ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো একই ধরনের দুর্ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ফার্মগেট-খেজুরবাগান অংশের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। আগের ঘটনার পরও জাপানি ঠিকাদার যথাযথ সংস্কার করেনি বলেও তিনি মন্তব্য করেন।