সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে চাই: ড.এম এ কাইয়ুম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.এম এ কাইয়ুম বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে চাই। পিছিয়ে পড়া মানুষদের  ভাগ্য উন্নয়নে কাজ না করলে দেশ কখনোই উন্নতির দিকে আগাতে পারবে না।

রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকায়  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।

আরও পড়ুন: মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন বর্তমান সময়ে গ্যাস সমস্যায় মা-বোনার চরম ভোগান্তির মধ্যে রয়েছে। 

একটি অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মানুষদের ভোগান্তির মধ্যে ফেলছে। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলে এমন কথা বলেন তিনি।

আরও পড়ুন: এবার ঢাকার আরেক স্থানে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট