পোশাক কারখানায় ডাকাতি, গ্রেফতার ৮

ঢাকার কেরাণীগঞ্জের কলাতিয়ায় অ্যাপিজ গ্লোবাল লিমিটেডের কারখানায় ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার ৫০০ মিটার রেইনকোটের কাপড়সহ অন্যান্য আরো কাপড় উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের দাম আনুমানিক ৮২ লাখ ৩৩ হাজার টাকা। দুই বছর আগে খোলা এই কারখানাটিতে পুলিশসহ বিভিন্ন সংস্থার পোশাক তৈরি করা হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্ট মালিক আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: বনানীর সিসা বারে যুবক খুন
পুলিশ সুপার বলেন, গত ২ জুলাই কেরাণীগঞ্জের কলাতিয়ায় অ্যাপিজ গ্লোবাল লিমিটেড কারখানায় ডাকাতি হয়। ১৪ থেকে ১৫ জনের ডাকাত দল তিনজন নৈশ প্রহরীর হাত-পা বেঁধে কারখানার ভেতরে থাকা কম্বল, রেইনকোট ও কাপড়সহ বিভিন্ন মালামাল কভার্ডভ্যানে করে নিয়ে যায়।
ওই ঘটনায় মামলা হওয়ার পর মাঠে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে ৮ জনকে গ্রেফতারের পাশাপাশি লুট হওয়া সব মালামাল উদ্ধার এবং দুটি কভার্ডভ্যান জব্দ করার কথা জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: সাদাপাথর খেকুরা শনাক্ত, শীঘ্রই আইনি ব্যবস্থা
মো. আসাদুজ্জামান বলেন, লুণ্ঠিত মালামাল বিক্রির জন্য রাশিদা বেগমের স্বামী মোশাররফের গুদামে রাখা হয়েছিল। মোশাররফ পলাতক থাকলেও রাশিদাকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যেই গুদাম থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
বুধবার রাতে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন– মো. হামিদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে রাজ, মো. জাহিদ মিয়া, মনিরুল ইসলাম ওরফে রতন, মো. আজিজুল হক, মো. ইসরাফিল, মো. সজল মিয়া ও রাশিদা বেগম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে আসাদুজ্জামান বলেন, গ্রেফতাররা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা সবাই আন্তঃজেলা ডাকাতচক্রের সদস্য। ছদ্মবেশে ঢাকার আশপাশের বিভিন্ন কারখানার মালামাল ও নিরাপত্তা ব্যবস্থা রেকি করে যেসব ফ্যাক্টরির অবস্থান নির্জন এলাকায় এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেসব কারখানাকে টার্গেট করে ডাকাতি করে তারা।
অ্যাপিজ গ্লোবাল লিমিটেড কারখানার মালিক আবুল কালাম আজাদ বলেন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পোশাকও তার কারখানায় তৈরি হতো। সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু ঘটনার আগ পর্যন্ত তা লাগানো হয়নি।