ধানমন্ডিতে ডাক্তার দম্পতির বাসায় ‘ডাকাতের’ ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

রাজধানীর ধানমন্ডিতে এক ডাক্তার দম্পতির বাসায় ‘ডাকাতের’ ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু ও স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ডাক্তারের নাম এ কে এম আব্দুর রশিদ (৮৫)। তিনি যুক্তরাজ্য প্রবাসী। ডাক্তারের স্ত্রীর নাম সুফিয়া রশিদ। তিনিও পেশায় চিকিৎসক।
নিহতকে নিয়ে হাসপাতালে আসেন ওই ভবনের ভাড়াটিয়া মো. বাঁধন। তিনি জানান, লন্ডন প্রবাসী আব্দুর রশিদ গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। তিনি ও তার স্ত্রী সুফিয়া রশিদ রাতে নিজ বাসায় ছিলেন। এ সময় অস্ত্রসহ এক দল ডাকাত তাদের রুমে ঢুকে যায়। পরে তাদের জিম্মি করে ডাকাতি করার সময় তারা বাধা দিলে ছুরিকাঘাতে স্বামী ও স্ত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে’ বলে জানিয়েছেন।