পেয়ারা দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কারল সূরিচারা এলাকায় পেয়ারা দেওয়ার কথা বলে শিশু (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন শনিবার রাতেই মোহর আলী (৫৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুরে আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে ১ নিহত, শতাধিক আহত
গ্রেপ্তারকৃত বৃদ্ধ হলেন একই এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে মোহর আলী (৫৯)। নারী শিশুটি তার বাবা মায়ের সঙ্গে কারল সূরিচালা এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মোহর আলী ওই শিশুকে পেয়ারা দেবে বলে নির্জন বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ধর্ষণকারী টের পেয়ে ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শনিবার রাতেই শিশুটির মা বিউটি আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই রাতে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে রোববার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: মৌচাকের পার্কিং লটের প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ আহমেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।