ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়, খুলনায় হোটেল থেকে জনি গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যশোরের অভয়নগরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি আসাদুজ্জামান জনিকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে খুলনার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।

আরও পড়ুন: জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ

ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন গত ৩০ জুলাই অভয়নগর থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। এতে তিনি জানান, গত বছরের ২ সেপ্টেম্বর সকালে তার স্বামীকে কৌশলে জনির অফিসে ডেকে নিয়ে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে জনির প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্টে ২ কোটি টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ১৮ সেপ্টেম্বর ফের টিপুকে অপহরণ করে জনির মালিকানাধীন ‘কনা ইকো পার্কে’ নিয়ে যাওয়া হয়। সেখানে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালুতে পুঁতে রেখে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে টিপুর ম্যানেজার জনি ও তার সহযোগী মফিজের নামে ২ কোটি টাকার দুটি চেক দেন। পাশাপাশি ৬টি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল আটক

ঘটনার পর থেকে মূল অভিযুক্ত জনি ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। অবশেষে অভিযোগ দায়েরের ১৩ দিন পর যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার একটি হোটেল থেকে জনিকে আটক করে।

ওসি আব্দুল আলিম জানান, এই ঘটনায় জনিসহ ৬ জনকে আসামি করে ৩ আগস্ট মামলা দায়ের করা হয়। জনির বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির আরও অভিযোগ তদন্তাধীন রয়েছে।