তিন বছরের সাজা প্রাপ্ত প্রদীপ কুমারকে গ্রেফতার করেছে এটিইউ
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রংপুর বিভাগের একটি আভিযানিক দল নীলফামারী জেলার কিত্তনিয়াপাড়া এলাকা থেকে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম প্রদীপ কুমার (৪৩), পিতা রুপ কুমার, গ্রামের ঠিকানা—কিত্তনিয়াপাড়া, থানা ও জেলা—নীলফামারী।
আরও পড়ুন: টিকটকে আসক্ত স্ত্রীর সহযোগিতায় স্বামী হত্যার অভিযোগ একমাত্র ছেলের পিতামাতার
প্রদীপ কুমারের বিরুদ্ধে ২০২৪ সালে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর অভিযোগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় মামলা (বেলকুচি থানার মামলা নং—০৮, তারিখ—১৪/০৫/২০২৪, ধারা—৪২০/৪০৬ দ্য পেনাল কোড, ১৮৬০) রুজু হয়। মামলার বিচারকার্য শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট—৩, সিরাজগঞ্জ ২৬ জানুয়ারি, ২০১৬ খ্রিস্টাব্দে আসামীকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
মামলার রায় ঘোষণার পর আসামী দেশে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। নীলফামারী থানার অধিকারপত্রের প্রেক্ষিতে এটিইউ’র একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: সাগর তীরে মিলল হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর মরদেহ
গ্রেফতারকৃত আসামীকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে।





