আশুলিয়ায় চলন্ত শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ড

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় চলন্ত অবস্থায় শ্রমিক পরিবহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর–চন্দ্রা সড়কের উত্তর গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক আনা–নেওয়ার কাজে ব্যবহৃত বাসটি আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে বাসের পেছনের অংশে আগুন দেখা যায়। দ্রুত গাড়ি থামিয়ে চালক নিরাপদে নামতে সক্ষম হন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন: যে কারণে মা মেয়েকে লোমহর্ষক কায়দায় খুন করে গৃহকর্মী

বাসের মালিক মো. সেলিম জানান, “আমাদের বাসটি নিয়মিত ডিইপিজেড এলাকায় শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চালক হঠাৎ আগুন দেখতে পেয়ে আমাকে জানায় এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।”

ঘটনার পর ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের পেছনের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনের উৎস তাৎক্ষণিকভাবে নির্ণয় সম্ভব হয়নি।”

আরও পড়ুন: মোহাম্মদপুরে জোড়াখুন: গৃহকর্মীর সহযোগী গ্রেফতার

অগ্নিকাণ্ডের কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।