১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

ভোক্তাপর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নতুন বিক্রয়মূল্য ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণায় এই নতুন মূল্য কার্যকর করার কথা জানায়। বিইআরসি-এর সিদ্ধান্ত অনুযায়ী, আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন: অর্থবছরের শুরুতেই সুবাতাস রেমিট্যান্সে, এলো ৩০ হাজার কোটি টাকা
এর আগে, গত ২ জুলাই ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমানো হয়েছিল, যার ফলে প্রতি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৩৬৪ টাকা। একই সময়ে, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন এই মূল্যহ্রাসের ফলে ভোক্তাদের ওপর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।