সোনার দামে ফের রেকর্ড

প্রতি ভরিতে ২২ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সোনার বাজারে আবারও মূল্যবৃদ্ধি ঘটেছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: বিএফআইইউর হস্তক্ষেপে ব্যর্থ হলো ইকবালের ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: অস্থির বাজারে বাড়ছে ভোজ্যতেলের দাম

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। সেই সময় ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা।