এলপিজির নতুন দাম নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪২ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটারের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী রেমিট্যান্স ৯৯ কোটি ডলার ছাড়াল

এর আগে, গত ২ সেপ্টেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে মূসকসহ ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফায় কমেছিল এবং সাত দফায় বেড়েছিল। দাম কমানো হয়েছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে, আর বেড়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বর মাসে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর