রেকর্ড উচ্চতায় সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দামে প্রতি ভরি সোনার মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে করে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। যা এর আগে কখনো হয়নি। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
আরও পড়ুন: চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী রেমিট্যান্স ৯৯ কোটি ডলার ছাড়াল
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর
সোনার দাম দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।
এর আগে সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়, যা থেকে বেড়ে আজকের নতুন রেকর্ড তৈরি হলো।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও স্থানীয় বাজারে এই রেকর্ড মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।