জবিতে গবেষণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Abid Rayhan Jaki
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ২১ মে ২০২৪ | আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গবেষণা সেলের আয়োজনে ‘রিসার্চ প্রপোজাল রাইটিং' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে ( মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, আমাদের যেকোনো কাজই পরিকল্পনামাপিক করতে হবে যা হবে গবেষণাভিত্তিক, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর।  শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় বেশি করে মনোনিবেশ করা দরকার।

আরও পড়ুন: ঢাবিতে মাদক ব্যবসায়ী আটক: ফাটাকেষ্ট সর্বমিত্র ও প্রশাসনের যৌথ অভিযান

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ‍মুহাম্মদ মঞ্জুর মোরশেদ ভূঁইয়া।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক  ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। আজকের কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইন অনুষদের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত মামুনের মাথায় সফলভাবে খুলি প্রতিস্থাপন