জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা আজ

AK Azad
জবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  ‘বি’ ইউনিটের ( কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৭৮৫  টি আসনের বিপরীতে ৪২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ হিসেবে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

শনিবার তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে; প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয় শিফটের দুপুর ১টা থেকে ২টা এবং তৃতীয় শিফটে বিকেল ৪টা থেকে ৫টায় অনুষ্ঠিত হবে।

এবার গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। যেখানে মোট নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে লিখিত ও বহুনির্বাচনি প্রশ্নের ওপর ভিত্তি করে। যেখানে বহুনির্বাচনি অংশে থাকছে ২৪ নম্বর এবং লিখিত অংশে ৪৮ নম্বর। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদের) পরীক্ষা অনুষ্ঠিত হবে।