বর্ষপূর্তিতে ঢাবি উত্তাল, ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রতীকী মিছিল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ২:৩৫ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে আখ্যা দেওয়ার প্রতিবাদে ঐতিহাসিক ১৪ জুলাইয়ের বর্ষপূর্তিতে সোমবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এসময় ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে তারা উত্তাল হয়ে ওঠেন।

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

আয়োজকরা জানান, কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের এক বছর পূর্তিকে কেন্দ্র করেই এই কর্মসূচির আয়োজন। স্মরণ করিয়ে দেন, সেই বক্তব্যের পর থেকেই শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা নেয়, যা শেষপর্যন্ত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিকে গড়ায়।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বর্ষপূর্তিকে প্রতীকীভাবে স্মরণ করার পাশাপাশি আবারও মেধাভিত্তিক নিয়োগ ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়।

আরও পড়ুন: এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ