বিসিএস পরীক্ষার্থীদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস

আসন্ন ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একাধিক বাস ময়মনসিংহ টাউনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাসে ফিরে আসবে।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী জানান, বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ক্যাম্পাস থেকে একাধিক বাস পর্যায়ক্রমে ময়মনসিংহ টাউনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা প্রয়োজন অনুসারে পথিমধ্যে যেকোনো স্থান থেকে বাসে উঠতে পারবেন। পরীক্ষা শেষে একইভাবে বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরবে। ওইদিন শুক্রবার হওয়াতে জুমার নামাজের সময় নিকটস্থ মসজিদের কাছে বাসগুলো থামবে এবং নামাজ শেষে পুনরায় যাত্রা শুরু করবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এর আগেও প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রয়োজনে বাস সেবা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস