জুলাই অভ্যুত্থানের পথপ্রদর্শক
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা জ্ঞাপন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী, ভারতীয় আধিপত্যবিরোধী ঐক্যের প্রতীক এবং জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের পথপ্রদর্শক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী আজ (৭ অক্টোবর ২০২৫) পালন করা হচ্ছে।
২০১৯ সালের এই দিনে ভারতের সঙ্গে একাধিক অন্যায্য চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় আবরার ফাহাদকে মধ্যরাতে বুয়েটের ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আবরার ফাহাদ চিরস্মরণীয় হয়ে আছেন।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে পুলিশের ব্যারিকেড
এ উপলক্ষে এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম শহীদ আবরারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিবৃতিতে তারা বলেন, গত দেড় দশক ধরে দেশে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলেছে, সেখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই মানুষকে ট্যাগিং, নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। বাংলাদেশ তখন কার্যত ভারতের এক প্রকার সাবজেক্ট কলোনিতে পরিণত হয়েছিল।
আরও পড়ুন: রাজধানীতে ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল, দাবি করছেন আজীবন ভাতা
তারা আরও বলেন, “ঠিক সেই সময়ে শহীদ আবরার সব অন্যায়, শোষণ ও আগ্রাসনের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন। তার সাহসী উচ্চারণ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আবরার ফাহাদ কেবল একটি নাম নয়; বরং আধিপত্যবিরোধী ও জাতীয় মর্যাদার সংগ্রামে আমাদের এক অনন্য যাত্রা।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের পথপ্রদর্শক শহীদ আবরারের স্মরণে তাঁর শাহাদাতবার্ষিকীকে অন্তর্বর্তী সরকার কর্তৃক জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।