সকাল ১০টায় এইচএসসি ও সমমানের ফল, অনলাইনে জানা যাবে তিনভাবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া সোয়া ১২ লাখেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে অনলাইনে প্রকাশ করা হবে ফলাফল।

তবে এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা মন্ত্রণালয় পর্যায়ের আয়োজন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল সরাসরি বোর্ডগুলো থেকেই প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হবে।

এইচএসসি ফল জানার তিনটি পদ্ধতি নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

১️। অনলাইনে: [www.educationboardresults.gov.bd](https://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

২️। শিক্ষা প্রতিষ্ঠান থেকে: সংশ্লিষ্ট কলেজ বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফলাফল জানা যাবে।

৩️। এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে

HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2025

এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

ফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে [https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। সরাসরি কোনো অফিসে আবেদন গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।