মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি করা আনিসা এইচএসসিতে ফেল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় পরীক্ষায় অংশ নিতে না পারা সেই শিক্ষার্থী আনিসা আহমেদ এবার পরীক্ষায় ফেল করেছেন। আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তিনি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আনিসা মায়ের অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছান। দেরিতে আসায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। এসময় গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন: চবিতে নীতিমালার তোয়াক্কা না করেই জামায়াতপন্থীদের পদোন্নতি

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই প্রশ্ন তোলেন—‘আইন কি মানবিকতার ঊর্ধ্বে?’ নেটিজেনরা মানবিক বিবেচনায় আনিসাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।

পরে বিষয়টি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শিক্ষা উপদেষ্টার বরাতে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। তবে সর্বশেষ ফলাফলে দেখা গেছে, আনিসা পরীক্ষায় অংশ নিলেও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ