জুলাই সনদে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

জুলাই সনদের খসড়ায় ‘ইতিহাস বিকৃতি ও পুনর্লিখন’ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ধারাবাহিক লড়াই–সংগ্রামের ইতিহাস সনদে অনুপস্থিত, যা শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
আরও পড়ুন: শিক্ষকদের অনশন ও কর্মবিরতির কর্মসূচি ঘোষণা, ‘মার্চ টু যমুনা’ স্থগিত
ছাত্র আন্দোলনের দাবি, ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ছিল তাদের নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। সেই সময়ের ৯ দফা থেকে এক দফায় রূপান্তর, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি—এসব গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই সনদের খসড়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
তারা অভিযোগ করেছে, জুলাইয়ের শহীদ পরিবার, আহত ব্যক্তি ও আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের উপেক্ষা করা হয়েছে। বরং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসিয়ে রাষ্ট্রের ইতিহাসকে করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ২০২৫ সালের এইচএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের অসাধারণ সাফল্য
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও নোট অব ডিসেন্ট সমাধান না করে দ্রুত স্বাক্ষর সম্পন্ন করার টালবাহানা চলছে। পূর্বেও এমন কার্যক্রম দেখা গেছে, কিন্তু তখনও সনদ আইনি বৈধতা পায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায়, স্বাক্ষরের আগে আইনি ভিত্তি ও নোট অব ডিসেন্টের সমাধান নিশ্চিত করার জন্য। পাশাপাশি সব রাজনৈতিক দল, শহীদ পরিবার ও আন্দোলনের নেতৃত্বসহ ছাত্রদের মতামত অন্তর্ভুক্ত করে সনদটি বৈধ ও পূর্ণাঙ্গভাবে প্রণয়ন করার দাবি জানানো হয়।
সংগঠনটির মতে, এই সতর্কবার্তা এসেছে যেন জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতির পুনরাবৃত্তি না ঘটে।