শিক্ষকদের অনশন ও কর্মবিরতির কর্মসূচি ঘোষণা, ‘মার্চ টু যমুনা’ স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এবং কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর জন্য আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট শুক্রবার দুপুর ২টা থেকে লাগাতার অনশন এবং রোববার থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে।

শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বৃহস্পতিবার বিকেলে জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় কোনো সমাধান হয়নি। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “২০ শতাংশ ছাড়া যাবেন না। ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ ছাড়া মেনে নেব না। প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেক নেতার লাশ যেতে পারে।”

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে। তবে ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে আসার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া ভাতা অন্তত দুই থেকে তিন হাজার টাকা করা হয়।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। এছাড়া, আগের বছরে দুইবার ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন, যা বাড়িয়ে বর্তমানে ৫০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’