এমপিওভুক্ত শিক্ষকরা ঘোষণা করলেন নতুন আন্দোলন: ২০% বাড়িভাড়া দাবিতে আমরণ অনশন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনকারীরা বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়াসহ ৩ দফা দাবি আদায়ে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে এই ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী।
আরও পড়ুন: রাজধানীর আরমানিটোলা থেকে জবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
এদিন বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করেন।
এদিকে নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকার বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মেনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।
আরও পড়ুন: শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা
সিআর আবরার বলেন, “শিক্ষক সমাজের আরও বেশি পাওয়ার অধিকার আছে। তবে বর্তমান সীমাবদ্ধতার কারণে অর্থ মন্ত্রণালয় নির্ধারিত বরাদ্দ দিয়েছে। আমাদের দিক থেকেও যথেষ্ট চেষ্টা করা হয়েছে। এই অবস্থায় সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাওয়ার কথা ভাবুন।”
তিনি আরও বলেন, “বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণা করার পর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাওয়া উচিত।”
এ ছাড়া অর্থ মন্ত্রণালয় রোববার একটি আদেশে জানিয়েছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ৫ শতাংশ হারে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে আন্দোলনরত শিক্ষকরা এই ৫ শতাংশ হারের বাড়িভাড়া আদেশ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।