বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও গাঁজাসহ নারী আটক

Sadek Ali
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারী আসামিসহ ভারতীয় গাঁজা ও বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

রবিবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১২টা  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল বিনেরপোতা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে মাদকদ্রব্য এনে পাটকেলঘাটার দিকে নেওয়া হবে। খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্যরা ওই এলাকায় কৌশলে অবস্থান নেন। পরে ইজিবাইকে আসা এক নারীকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়।

আটক নারী মোছাঃ সুরাইয়া ইয়াছমিন (২৪), স্বামী মোঃ আব্দুল আজিজ, গ্রাম–কাথন্ডা, ডাকঘর–বৈকারী, থানা–সাতক্ষীরা সদর, জেলা–সাতক্ষীরা।

আরও পড়ুন: হলে নবীনদের র‍্যাগিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী বহিষ্কার

তল্লাশির সময় তার বহন করা ব্যাগ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা, ১৯৯ পিস  ট্যাবলেট, ৩০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ হাজার ৭৪০ টাকা।

বিজিবি জানায়, আটক নারীসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মোঃ আশরাফুল হক বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদক প্রবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।