কুলাউড়ার জদিদ চৌধুরীর ইন্তেকাল

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক উপজেলার হাজীপুর নিবাসী জদিদ হায়দার চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ৩টা ৩০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

জদিদ হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকবার্তা প্রদান করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, উপজেলা সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান