সাংবাদিককে হুমকিদাতা সেই বিএনপি নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

শরীয়তপুরে সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে শরীয়তপুর জেলা বিএনপি। হুমকি দেওয়ার বিষয়টি নজরে এলে জেলা বিএনপির নির্দেশে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম কাসেমকে। এছাড়াও তদন্ত কমিটিতে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল ও সিনিয়র সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদারকে সদস্য করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
অভিযুক্ত মতিউর রহমান নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির সাবেক ডিলার। অন্যদিকে অভিযোগকারী আশিকুর রহমান অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল বার্তা বাজারের শরীয়তপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ইতিমধ্যে হুমকির ঘটনায় গতকাল বুধবার রাতে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয়।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান
নড়িয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা গেছে, মতিউর রহমানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। তদন্তে সত্যতা মেলায় ২৪ সেপ্টেম্বর তাঁর ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম খানের ওপর ক্ষুব্ধ হন মতিউর। ইউএনওর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি ও দুই লাখ টাকা গ্রহণের অভিযোগ এনে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন মতিউর। এ বিষয়ে আশিকুরের তৈরি একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় ওই অনলাইন পোর্টালে। পরে মতিউর রাতেই ওই সাংবাদিককে ফোন করে হুমকি ও গালিগালাজ করেন। বলেন, নড়িয়ায় যদি কোনো রাজনৈতিক মামলা হয়, ওই সাংবাদিক নিজে প্রতিটির আসামি হবেন।
ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান বলেন, “আমি শরীয়তপুরে দীর্ঘ ৬ বছর ধরে সাংবাদিকতা করছি। বিভিন্ন সময় অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশ করছি। বিএনপি নেতা মতিউর রহমানের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তিনি আমাকে হুমকি দিয়েছেন।”
তিনি আরও বলেন, “বিএনপির ওই নেতা নড়িয়ায় যত মামলা হবে, তাতে আমাকে জড়ানোর হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। আমি জীবনের নিরাপত্তা চেয়ে ভেদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
তদন্ত কমিটির সদস্য নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি বলেন, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের নির্দেশে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম কাসেমকে। মতিউর রহমান সাগরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হুমকির বিষয়টি অস্বীকার করে মতিউর রহমান সাগর বলেন, ওই সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার পেছনে লেগে নিউজ করেছেন। বিষয়টি জিজ্ঞেস করার জন্যই মূলত আশিকুরকে ফোন করেছিলাম।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।