জাতীয় নাগরিক পার্টির ‘শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ, ইসির ওয়েবসাইটেও যুক্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’–এর অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও এনসিপিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতীকের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। ছবিতে দেখা যায় একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবিই ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

তিনি আরও বলেন, “আজ আমরা অনানুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে দলীয় প্রতীকের চূড়ান্ত ছবি সম্পর্কে নিশ্চিত হয়েছি। এরপরই ইসির ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হয়েছে।”

এর আগে, ৯ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন কমিশন এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা