যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় আহত বেশি: স্বাস্থ্য উপদেষ্টা
দেশে শুক্রবার ভোরে অনুভূত ভূমিকম্পে আহতের সংখ্যা প্রত্যাশার তুলনায় বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি মনে করেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এই অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটতে পারে।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “ভূমিকম্পের মাত্রার তুলনায় আহতের সংখ্যা কিছুটা বেশি। আহতদের বেশিরভাগই প্যানিক অ্যাটাকে ভুগেছেন।”
আরও পড়ুন: কমছে মোবাইল ফোনের দাম, যা জানালো এনবিআর
তিনি জানান, নরসিংদী থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢামেকে আনা হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আরেকজনের অবস্থা গুরুতর।
এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “আহতদের চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না হয়—এ বিষয়ে সব সরকারি হাসপাতালকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”





