তেঁতুলিয়ায় শীতের দাপট বাড়ছে, তাপমাত্রা নেমে ১৩.২ ডিগ্রি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সকালে প্রবল হিমেল হাওয়া আর ঘন আর্দ্রতায় পুরো জেলা কাঁপছে শীতের প্রভাবে। দিনভর ঠান্ডা অনুভূত হলেও ভোরে পরিস্থিতি সবচেয়ে বেশি কঠিন হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় অল্প বেড়েছে তাপমাত্রা, তবে শীত কমার কোনো ইঙ্গিত নেই।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোরে প্রবল ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বেশি থাকলেও পরে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে হালকা রোদের দেখা।

এর আগের দিন বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে জেঁকে বসছে। ডিসেম্বরের শুরুতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। পাশাপাশি শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।