কোনো শক্তিকেই ভয় করে না জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোনো শক্তিকেই ভয় করে না জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো দেশের একক আধিপত্য থাকবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ পাবে না।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে।”

আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল

জামায়াত আমিরের দাবি, তার দল জনগণের স্বার্থে রাজনীতি করে এবং দেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপ দিতে চায়।

এর আগে, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের সাম্প্রতিক বক্তব্যগুলো আসন্ন জাতীয় রাজনীতিতে দলটির অবস্থান ও কৌশল নতুন করে তুলে ধরছে।