এস আলম কর্তৃক অবৈধভাবে ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে নিয়োগ বাতিল করে ছাঁটাইয়ের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম গোবিন্দগঞ্জ ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ গোবিন্দগঞ্জের আয়োজনে সকাল ১০টায় ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাজহারুল ইসলাম, মিল্লাত হোসেন, এনামুল হক, ব্যাংক গ্রাহক রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

বক্তারা অবিলম্বে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তার নিয়োগ বাতিল করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধারের পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানান।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকরি প্রত্যাশী ছাত্রসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।