সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে। অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বহু প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অবিলম্বে জারি না করা হলে আন্দোলন আরও তীব্র করা হবে। তাদের ভাষায়, এখন আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

এক শিক্ষার্থী বলেন, ২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন কেবল দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি। আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।


আরও পড়ুন: ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: নীলক্ষেতে রাতভর উত্তেজনা

ইডেন কলেজের একজন শিক্ষার্থী বলেন, আমরা ফিরব না, যতক্ষণ না অধ্যাদেশ ঘোষণার সময় চূড়ান্ত করা হয়।

অন্যদিকে বাঙলা কলেজের শিক্ষার্থী বলেন, অধ্যাদেশের খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষা সিন্ডিকেটের দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। মতামত দেওয়ার সময় শেষ হলেও এখনো নেপথ্যে বাধা সৃষ্টির চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হলো দ্রুত অধ্যাদেশ জারি করা।

তিনি আরও বলেন, এই অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—অধ্যাদেশ না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অক্টোবর চলবে ততদিন, যতদিন না অধ্যাদেশ জারি হয়। অক্টোবর হবে শিক্ষা সিন্ডিকেট ধ্বংসের মাস।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, রাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে তাদের অনিশ্চয়তা দূর করবে এবং পড়াশোনায় ফেরার সুযোগ করে দেবে।