ট্রাম্পের ‘সবুজ সংকেত’
যুদ্ধবিরতির পর গাজায় সাময়িক পুলিশিংয়ের দায়িত্বে হামাস

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে রাস্তায় নিরাপত্তা কার্যক্রমে নেমেছে হামাসের সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় সাময়িকভাবে পুলিশিং পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে হামাসকে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন: যুদ্ধবিরতির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
হামাস বর্তমানে গাজার অপরাধী চক্র ও লুটপাট নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা (হামাস) সমস্যাগুলো বন্ধ করতে চায়। তারা এ বিষয়ে খোলামেলাভাবে কথা বলেছে, এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি।”
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেন, আমরা গাজায় নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হতে দেব না। জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় হামাস দায়বদ্ধ।”
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
তিনি আরও বলেন, গাজা যেন দ্রুত স্থিতিশীল হয়—এ জন্য প্রশাসনিক ও মানবিক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে।
এর আগে হামাস জানায়, তারা তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে কোনো আলোচনা করবে না, তবে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পর বৈধ কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে প্রস্তুত থাকবে। সূত্র: আল জাজিরা