২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে নির্মিত হচ্ছে নতুন ছাত্রী হল

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নির্মিতব্য বাংলাদেশ-চীন মৈত্রী হল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সম্পন্ন হলে ১ হাজার ৫০০ ছাত্রী আবাসনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি অফিসিয়াল চিঠি সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরবর্তীতে চীন সরকার প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে প্রকল্পের অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

এই প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল সম্ভাব্যতা যাচাই (Feasibility Study)-এর জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বলে জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ