করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের খামার দেহুন্দা নদীর উত্তরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত
দিনব্যাপী এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাতব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা পেয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক মাওলানা মুফতি আলাউদ্দিন, দেহুন্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদ, সেক্রেটারি আল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, “আমাদের এলাকায় এই ধরনের মেডিকেল ক্যাম্প আর হয়নি। সারাজীবন আমরা ডাক্তারের কাছে গিয়ে সেবা নিয়েছি, কিন্তু এখানে ডাক্তাররা নিজে এসে আমাদেরকে সেবা দিচ্ছেন। এতে আমাদের অনেক উপকার হচ্ছে।”
দেহুন্দা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আল ইসলাম বলেন, “আমাদের এলাকার বেশিরভাগ লোকজন অত্যন্ত দরিদ্র, ফলে তারা প্রয়োজন সত্ত্বেও ডাক্তারের কাছে যেতে পারে না। ফ্রি-তে চিকিৎসা সেবা পাওয়ায় তাদের বিরাট উপকার হচ্ছে। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প এই এলাকায় আরো বেশি হওয়া উচিত।”





