সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি

এইচএসসির ফল বিপর্যয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীদের একাংশ সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েতের আহ্বান জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন শিক্ষার্থী গ্রুপে আন্দোলনের ডাক দিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: শেষ বারের মত বিশ্ববিদ্যালয়ে এলেন জবি শিক্ষার্থী জোবায়েদ

গতকাল (২০ অক্টোবর) আন্দোলনের অন্যতম সমন্বয়কারী শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

 শিক্ষার্থীদের প্রধান দাবি:

আরও পড়ুন: আগুনের ঝুঁকি এড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি করেছে মাউশি

১. ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চালু করা

২. বোর্ড চ্যালেঞ্জে শুধু খাতা পুনঃনিরীক্ষণ নয়, পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করা

৩. এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল—সব অংশ পুনর্মূল্যায়নের আওতায় আনা

৪. ফেল করা বিষয়ের নম্বর আলাদাভাবে (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) প্রকাশ করা

৫. এমসিকিউ ও সিকিউ মিলিয়ে সম্মিলিত পাসের ব্যবস্থা করা

এর আগে ১৯ অক্টোবর আন্দোলনের আহ্বান জানালেও শিক্ষার্থীদের কার্যকর কোনো কর্মসূচি দেখা যায়নি।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম। এর চেয়ে কম পাসের হার ছিল ২০০৪ সালে, তখন ৪৭.৭৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার প্রায় সব শিক্ষা বোর্ডেই পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

সবচেয়ে বড় ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে পাসের হার ৫১.৮৬ শতাংশ—গতবারের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম। কুমিল্লা বোর্ডে পাস করেছে মাত্র ৪৮.৮৬ শতাংশ শিক্ষার্থী, যা সব বোর্ডের মধ্যে সবচেয়ে কম।

কারিগরি শিক্ষা বোর্ডেও ফলের ব্যাপক অবনতি হয়েছে—পাসের হার ৮৮.০৯ শতাংশ থেকে নেমে ৬২.৬৭ শতাংশে দাঁড়িয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৮.৭২ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৫৮ শতাংশ, আর মানবিক বিভাগে সবচেয়ে কম ৪৮.২৩ শতাংশ।