২০২৬ সালের এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর থেকে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, ফরম পূরণ ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণের আগে শিক্ষার্থীদের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এই ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ফরম পূরণের সময়সূচিসহ সম্পূর্ণ নির্দেশনা যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফরম পূরণ করতে হবে।