৪০৩ ঢাবি শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪১ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িত অভিযোগে ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

প্রক্টর দপ্তর থেকে রবিবার (২ নভেম্বর ২০২৫) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট জমা দিলে গত ১৭ মার্চ ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আলোচনা শেষে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে সিন্ডিকেটের সিদ্ধান্তে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি দ্বিতীয় সভায় ১২৮ জনসহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা শনাক্ত করে।

এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তার কারণ দর্শিয়ে লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে মাদক ব্যবসায়ী আটক: ফাটাকেষ্ট সর্বমিত্র ও প্রশাসনের যৌথ অভিযান

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা, ভাঙচুর ও প্রশাসনিক স্থাপনায় হামলার অভিযোগে ওইসব শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।