জুলাই আন্দোলনে গুলি: অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা টিপু গ্রেফতার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কমার্স কলেজ এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

গ্রেফতার হওয়া টিপু ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে স্থানীয়ভাবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ জানায়, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন সাইজের বুলেট, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, এবং বিভিন্ন ব্যাংকের চেকবই জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলোর মধ্যে পুলিশ বাহিনীর ব্যবহৃত গুলোও রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানো, ছাত্র হত্যাসহ একাধিক অভিযোগে টিপুর বিরুদ্ধে মামলা রয়েছে।

গত ৪ আগস্ট, সিআরবি এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম এবং মো. হাসান নামে দুই শিক্ষার্থী নিহত হন।

তখন প্রকাশ্যে গুলিবর্ষণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়, যেখানে টিপুকে অস্ত্র হাতে দেখা যায় বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ বলছে, টিপুর বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।