কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে: মুহাম্মদ ফয়জুল করীম

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তাদের নেতা-কর্মীরা যা শুরু করে দিয়েছে ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখা আয়োজিত ও ইসলামী আন্দোলন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো

এসময় তিনি বলেন, বিএনপিসহ বিগত সময়ে যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। তারা উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি করেছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না।

তিনি তার বক্তব্যে, দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বানও জানান তিনি। এছাড়াও আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।

আরও পড়ুন: লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা