জুলাই গণঅভ্যুত্থানের তালিকায় ভুয়া নাম: ১০৪ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত সরকারের
জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনে সরাসরি অংশ না নেওয়া সত্ত্বেও ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে ভুয়া ঘোষণা করেছে সরকার। যাচাই-বাছাই শেষে তাদের নামের গেজেট বাতিল করার কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
এ ছাড়া একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ হয়েছিল—এমন ২৩ জনের ক্ষেত্রে একটি গেজেট বাতিল করা হবে এবং অন্যটি বহাল থাকবে।
আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ, বেতন ও ভাতা বৃদ্ধির দাবি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আহতদের তালিকায় যাদের নাম যুক্ত করে সুবিধা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অনেকেই আন্দোলনে উপস্থিত ছিলেন না। সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এসব নাম বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।
বিভাগভিত্তিক ভুয়া নামের সংখ্যা:
আরও পড়ুন: ড. ইউনূসকে শহীদ মিনারে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান এনসিপির
* ময়মনসিংহ বিভাগ: ২০ জন ভুয়া, ১ জনের নামে দুইবার গেজেট
* সিলেট বিভাগ: ২৬ জন ভুয়া, ১ জনের নামে দুইবার
* চট্টগ্রাম বিভাগ: ৩৪ জন ভুয়া, ৪ জনের নামে দুইবার
* খুলনা বিভাগ: ৫ জন ভুয়া, ৪ জনের নামে দুইবার
* রংপুর বিভাগ: ২ জন ভুয়া
* ঢাকা বিভাগ: ৭ জন ভুয়া, ৭ জনের নামে দুইবার
* রাজশাহী বিভাগ: ৯ জন ভুয়া, ৪ জনের নামে দুইবার
* বরিশাল বিভাগ: ২ জনের নামে দুইবার গেজেট
সব মিলিয়ে ১২৭ জনের গেজেট বাতিলের জন্য তালিকা প্রস্তুত হয়েছে, যার মধ্যে ১০৪ জন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না, আর ২৩ জনের নামে ডুপ্লিকেট গেজেট পাওয়া গেছে।
জুলাই-যোদ্ধার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশের পর সরকার পুনরায় যাচাই শুরু করে। গত কয়েক মাস ধরে নথিপত্র, মাঠ পর্যায়ের তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গেজেট বাতিল সম্পন্ন হলে অবৈধ সুবিধাভোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কে কী ধরনের সুবিধা নিয়েছেন, তা যাচাই করে প্রয়োজনে অর্থ ফেরত আনার উদ্যোগও নেওয়া হবে।





