অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ, প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:০৩ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনলাইনে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানাধীন আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ডিলারশিপ ও চাকরির নামে কোটি টাকা প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার প্রধান হোতা

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাইফুল ইসলাম (২৯), পিতাইমরুল সর্দার, মো. রিফায়েত মোল্লা (২২), পিতাবিল্লাল মোল্লা উভয়ের ঠিকানা গ্রাম: চন্দ্রপুর, থানা: অভয়নগর, জেলা: যশোর। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বিতর্কিত অজিতকে সিইও নিয়োগ দিচ্ছে যমুনা লাইফ!

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকদের পরিচালিত চাঁদপুর ইলিশের হাট” এবং “চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার” নামের দুটি ফেসবুক পেইজে লোভনীয় অফারে ইলিশ বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করা হয়।

ভুক্তভোগী মাছ অর্ডার করলে প্রতারকেরা অর্ডার কনফার্মেশন বাবদ বিকাশে ৫৫০ টাকা পাঠাতে বলেন। সরল বিশ্বাসে টাকা পাঠানোর পর প্রতারকেরা নানা অজুহাতেযেমন নেটওয়ার্ক সমস্যা, সার্ভার জটিলতা, ডেলিভারিম্যান বিলম্ব, পণ্য নষ্ট হওয়াইত্যাদি বলে আরও টাকা আদায় করে। এভাবে তারা মোট ১৯,৩৪৮ টাকা হাতিয়ে নেয়। অর্থ পাওয়ার পর প্রতারকেরা ভুক্তভোগীকে তাদের ফেসবুক পেজে ব্লক করে দেয় এবং মোবাইল নাম্বারগুলো বন্ধ করে ফেলে।

প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী এটিইউ’র অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম (ওহভড়ৎস অঞট অঢ়ঢ়)-এর মাধ্যমে অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় ডিএমপি’র ভাটারা থানায় একটি মামলা রুজু হয় মামলা নং: ০৬, তারিখ: ২৩ অক্টোবর ২০২৫, ধারা: ৪০৬/৪২০/৫০৬, দণ্ডবিধি ১৮৬০।

এর পর এটিইউ’র একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের মাধ্যমে প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যসাইফুল ইসলাম ও রিফায়েত মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এটিইউ জানিয়েছে।

এটিইউ জানিয়েছে, অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার এ ধরনের কার্যক্রমে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে এ ধরনের অবিশ্বস্ত অনলাইন পেইজ বা বিক্রেতার ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে।