চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশি হামলার নিন্দা ডাকসুর: জরুরি সংলাপের আহ্বান
রাজধানীর শাহবাগে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আক্রমণ “সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়”।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশ ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার। কিন্তু শাহবাগে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া, লাঠিচার্জসহ অতিরিক্ত বলপ্রয়োগ শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।
আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বিবৃতিতে আরও বলা হয়, “যে কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে। অযৌক্তিক বলপ্রয়োগের কোনো ন্যায্যতা নেই এবং ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি কাম্য নয়।”
চলমান পরিস্থিতি নিরসনে ডাকসু সরকার, প্রশাসন এবং আন্দোলনরত চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের মধ্যে দ্রুত সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটির মতে, পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই এ সংকটের স্থায়ী ও যুক্তিসঙ্গত সমাধান সম্ভব।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা
ডাকসুর পক্ষ থেকে বিবৃতির শেষে চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।





