প্রাথমিক সহকারী শিক্ষকদের আজ থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৯ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এবার তারা ঘোষণা দিয়েছেন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, যার আওতায় সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ করে রাখা হবে। একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় নেতারা জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, অর্থমন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী ২২ দিন পার হলেও দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাই বাধ্য হয়েই আরও কঠোর কর্মসূচিতে যেতে হচ্ছে।

আরও পড়ুন: অবরোধের পাঁচ ঘণ্টা পর পুলিশের আলোচনার পরামর্শ, রাজি নয় শিক্ষার্থীরা

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে সম্পূর্ণ শাটডাউন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো—

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া সংক্রান্ত জটিলতা দূর করা।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

নেতারা জানান, দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।