বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা প্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ সংক্রান্ত নানা প্রশ্ন ও সমালোচনার পর এবার সরকার বিষয়টি স্পষ্ট নির্দেশনা দিয়েছে। নতুন এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম শিক্ষক নিয়োগের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রবিবার (৭ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা তার বেশি হলে সেই ধর্মের জন্য একজন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

আরও পড়ুন: ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত

এছাড়া, নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ বা সমমান গ্রহণযোগ্য হবে না।

শিক্ষক নিয়োগ বিষয়ে এই স্পষ্ট নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে এবং ধর্ম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্বের বিভ্রান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু