ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শান্তিচুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে— এমন অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত
ওসি আরও বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে। আইডিয়াল কলেজ কলাবাগান থানার আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে কাজ করছে। তবে নতুন করে সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না— তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন: ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। তখন তারা আর সংঘর্ষে জড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এক মাস না যেতেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।





