ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত!

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলমান মাদকবিরোধী কঠোর অভিযানের মধ্যে প্রোক্টরিয়াল টিমের একজন সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করার পর থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এতে বিভিন্ন সিন্ডিকেট চক্র বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।

আরও পড়ুন: ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত

এবি জুবায়ের বলেন, “অভিযান চলমান থাকায় সিন্ডিকেটের চোখের বালি হয়ে পড়েছি আমরা। এরই অংশ হিসেবে প্রোক্টরিয়াল টিমের একজন সদস্যকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায় এক ব্যক্তি।” তিনি আরও দাবি করেন, ধারাবাহিক অভিযানে অপরাধীদের স্বার্থে আঘাত লাগছে, আর সেই কারণেই এই হামলা হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রোক্টরিয়াল টিম হামলাকারীকে শনাক্ত করতে কাজ শুরু করেছে। আহত সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু

এবি জুবায়ের জানান, মাদকবিরোধী অভিযান থেমে থাকবে না—সিন্ডিকেট চক্রকে আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “সিন্ডিকেটের শেষ দেখে ছাড়বো আমরা, ইনশা আল্লাহ,”—বলেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।